যখন ধোঁয়া মেঘে - মহিনের ঘোড়াগুলি
যখন ধোঁয়া মেঘে
ঢাকা আমার মন
যখন ক্লান্ত ভেবে ভেবে সারাক্ষণ (২)
তখন...
ধোঁয়া জাল ছিঁড়ে
চেনা সুখের ভীড়ে
নিয়ে আমায় যাবে বলো সে কোন
যখন হাসির আলো
খেলে আমার গানে
যখন শব্দ সবই বদলাতে চায় মানে (২)
তখন...
তুমি ফিরে আসো
জানি আমায় ভালবাসো
অন্য কোথাও অন্য কোন খানে
যখন ভাবি আমি
তোমায় নিয়ে কত যে সুখী
যখন ভুলে প্রায় গেছি তোমার মুখই (২)
তখন...
তুমি ফিরে আসো
জানি আমায় ভালবাসো
অন্য কোথাও অন্য কোন খানে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন