বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১০

Sunshine on my shoulders - John Denver



Sunshine on my shoulders makes me happy
Sunshine in my eyes can make me cry
Sunshine on the water looks so lovely
Sunshine almost always makes me high

If I had a day that I could give you
I'd give to you a day just like today
If I had a song that I could sing for you
I'd sing a song to make you feel this way

Sunshine on my shoulders makes me happy
Sunshine in my eyes can make me cry
Sunshine on the water looks so lovely
Sunshine almost always makes me high

If I had a tale that I could tell you
I'd tell a tale sure to make you smile
If I had a wish that I could wish for you
I'd make a wish for sunshine all the while

Sunshine on my shoulders makes me happy
Sunshine in my eyes can make me cry
Sunshine on the water looks so lovely
Sunshine almost always makes me high
Sunshine almost all the time makes me high
Sunshine almost always

বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

John Denver - Annie´s Song



You fill up my senses like a night in a forest,
like the mountains in springtime,
like a walk in the rain, like a storm in the desert,
like a sleepy blue ocean.
You fill up my senses, come fill me again.

Come let me love you, let me give my life to you,
let me drown in your laughter, let me die in your arms.
Let me lay down beside you, let me always be with you.
Come let me love you, come love me again.

You fill up my senses like a night in a forest,
like the mountains in springtime,
like a walk in the rain, like a storm in the desert,
like a sleepy blue ocean.
You fill up my senses, come feel me again.

Come let me love you, let me give my life to you,
let me drown in your laughter, let me die in your arms.
Let me lay down beside you, let me always be with you.
Come let me love you, come love me again.

বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে - কাজী নজরুল




বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল
আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল
বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল

আজও হায় নিত্য শাখায় উত্তুরী বায় ঝরছে নিশিদিন
আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল
বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল

কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে
কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে
শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপোল
বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে -

ফাগুনে মুকুল জাগা দুকূল ভাঙা আসবে ফুলের দল
ফাগুনে মুকুল জাগা দুকূল ভাঙা আসবে ফুলের দল
পরীদের ওষ্ঠপুটে উঠবে হাসি উঠবে ফুটবে গার্দুল
বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে -

কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কূল পেলি না আর
ফুল তোর বুক ভরেছিস আজকে জলে ভররে আঁখির কোল
ফুল তোর বুক ভরেছিস আজকে জলে ভররে আঁখির কোল
বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল

Starry, starry night - Don McLean



Starry, starry night.
Paint your palette blue and grey,
Look out on a summer's day,
With eyes that know the darkness in my soul.
Shadows on the hills,
Sketch the trees and the daffodils,
Catch the breeze and the winter chills,
In colors on the snowy linen land.

Now I understand what you tried to say to me,
How you suffered for your sanity,
How you tried to set them free.
They would not listen, they did not know how.
Perhaps they'll listen now.

Starry, starry night.
Flaming flowers that brightly blaze,
Swirling clouds in violet haze,
Reflect in Vincent's eyes of china blue.
Colors changing hue, morning field of amber grain,
Weathered faces lined in pain,
Are soothed beneath the artist's loving hand.

Now I understand what you tried to say to me,
How you suffered for your sanity,
How you tried to set them free.
They would not listen, they did not know how.
Perhaps they'll listen now.

For they could not love you,
But still your love was true.
And when no hope was left in sight
On that starry, starry night,
You took your life, as lovers often do.
But I could have told you, Vincent,
This world was never meant for one
As beautiful as you.

Starry, starry night.
Portraits hung in empty halls,
Frameless head on nameless walls,
With eyes that watch the world and can't forget.
Like the strangers that you've met,
The ragged men in the ragged clothes,
The silver thorn of bloody rose,
Lie crushed and broken on the virgin snow.

Now I think I know what you tried to say to me,
How you suffered for your sanity,
How you tried to set them free.
They would not listen, they're not listening still.
Perhaps they never will...

Scarborogh Fair - Simon and Garfunkel



Are you going to Scarborough Fair
Parsley, sage, rosemary and thyme
Remember me to one who lives there
She once was a true love of mine.

Tell her to make me a cambric shirt
Parsley, sage, rosemary and thyme
Without no seams nor needle work
Then she'll be a true love of mine.

Tell her to find me an acre of land
Parsley, sage, rosemary and thyme
Between the salt water and the sea strands
Then she'll be a true love of mine.

Tell her to reap it with a sickle of leather
Parsley, sage, rosemary and thyme
And bind it all in a bunch of heather
Then she'll be a true love of mine

Rozana - Amitabh Bachchan (Nishabd)



Rozana Jiye Rozana Mare 2
Teri Yaadon mein hum 2
Rozana 2

Rozana Jiye Rozana Mare
Teri Yaadon mein hum 2

Ungali teri thame hue har lamha chalta hoon mein 2
Tujhko liye ghar lautu aur ghar se nikalta hoon mein
Ek pal ko bhi jata nahi tere bin kahin
yun raat din
bas tujhmein hi 2
Libta rehta hoon mein
Rozaana 3
ummmm rozaana

Rozana Jiye Rozana Mare 2
Teri Yaadon mein hum 2
Rozana 2

Rozana Jale Rozana Ghoole
Teri Yaadon mein hum 2
Rozana 4

Har din teri ankhon se Duniya ko takta hoon mein
Tu jaise rakhti thi ghar vaise hi rakhta hoon mein
Teri trah sang sang chale yaadein teri
Yun har ghadi baaaton mein bas
Baaton mein tere
gumghzaa Rehta hoon mein
Rozaaana 3
ummmmm rozaaana

Kuch gaao to yaad aaate hooo
Gungunao to yaad aate hoo
Kuch phehnu to yaad aate hoo
Kahin jaau to Yaad aate hoon
Kuch khone pe yaad aate hoo
Kuch paau to yaaad aate hoo

Rozana chale yaadon mein teri
Zindagi ka safar
Tujhse hai roshan tujse hai zinda
Yeh dil ka seher 2
rozana 3
ummmm rozaaana
Rozaana 3

Nine Million Bicycles - Katie



There are nine million bicycles in Beijing
That's a fact,
It's a thing we can't deny
Like the fact that I will love you till I die.

We are twelve billion light years from the edge,
That's a guess,
No-one can ever say it's true
But I know that I will always be with you.

I'm warmed by the fire of your love everyday
So don't call me a liar,
Just believe everything that I say

There are six BILLION people in the world
More or less
and it makes me feel quite small
But you're the one I love the most of all

[INTERLUDE]

We're high on the wire
With the world in our sight
And I'll never tire,
Of the love that you give me every night

There are nine million bicycles in Beijing
That's a Fact,
it's a thing we can't deny
Like the fact that I will love you till I die

And there are nine million bicycles in Beijing
And you know that I will love you till I die!



[Thanks to Franco "FairyKing" Lai (queenjewels@tiscali.it) for these lyrics]

Miles To Go before I Sleep - Celin Dion



Miles To Go before I Sleep

I would walk to the edge of the universe for you
Paint you a crimson sunset over sheltering skies
I could learn all the world dialects for you
Whisper sonnets in your ear discovering truth
I could never worship pagan gods around me
I will only follow the path that leads me to you baby ... always

Every step I take for you
I will always defend, never pretend
That every breath I take for love
I could never be wrong, the journey is long
With miles to go before I sleep, miles to go before I sleep ...

I would carry the rock of Gibraltar just for you
Lifted like a pebble from the beach to the skies
I could build you a bridge that spans the ocean wide
But the greatest gift I give you would be to stand by your side
Some can criticize and sit in judgment of us
But they can't take away the love that lives inside us always

Every step I take for you
I will always defend, never pretend
That every breath I take for love
I could never be wrong, the journey is long
With miles to go before I sleep, miles to go before I sleep ...

I won't run from the changing signs along the highway
Let the rivers flow to the highest ground created

Jiya dhadak dhadak - Rahat Fateh Ali Khan



tujhe dekh dekh sona - 2
tujhe dekh kar hain jagna
maine yeh zindagani
sang tere bitaani
tujhmein basi hain meri jaan haai
(jiya dhadak dhadak - 3
jaayen) - 2
tujhe dekh dekh sona
tujhe dekh kar hain jagna
maine yeh zindagani
sang tere bitaani
tujhmein basi hain meri jaan haai
jiya dhadak dhadak - 3
jaayen

kabse hai dil mein mere armaan kai ankahe - 2
inko tu sunle aaja chaahat ke rang chadha jaa - 2
kehna kabhi to mera maan haai
(jiya dhadak dhadak - 3
jaayen) - 2

lagta hain yeh kyu mujhe sadiyon se chaahu tujhe - 2
mere sapno mein aake apna mujhko banake - 2
mujhpe tu kar ehsaan haai
(jiya dhadak dhadak - 3
jaayen) - 2

tujhe dekh dekh sona
tujhe dekh kar hain jagna
maine yeh zindagani
sang tere hain bitani haai
(jiya dhadak dhadak - 3
jaayen) - 2

dhadak jaaye jiya
dhadak jaaye jaaye
jiya dhadak dhadak
jiya dhadak dhadak
dhadak dhadak dhadak jaaye
(jiya dhadak dhadak - 3
jaaye) - 4

Crying in the rain - Gregorian



I'll never let you see
The way my broken heart is hurting me
I've got my pride
And I know how to hide
All my sorrow and pain
I'll do my crying in the rain


If I wait for stormy skies
You won't know the rain from the tears in my eyes
You'll never know
That I still love you so
Though the heartaches remain
I'll do my crying in the rain


Raindrops falling from Heaven
Could never take away my misery
Since we're not together
I pray for stormy weather
To hide these tears I hope you never see


Some day when my crying's done
I'm gonna wear a smile and walk in the sun
I may be a fool
But 'til then darling you'll
Never see me complain
I'll do my crying in the rain


Since we're not together
I pray for stormy weather
To hide these tears I hope you never see


Some day when my crying's done
I'm gonna wear a smile and walk in the sun
I may be a fool
But 'til then darling you'll
Never see me complain
I'll do my crying in the rain
I'll do my crying in the rain
I'll do my crying in the... rain

What did you learn in school today - Pete Seeger



What did you learn in school today, dear little boy of mine?
What did you learn in school today, dear little boy of mine?

I learned that Washington never told a lie
I learned that soldiers seldom die
I learned that everybody's free
That's what the teacher said to me

And that's what I learned in school today
That's what I learned in school

What did you learn in school today, dear little boy of mine?
What did you learn in school today, dear little boy of mine?

I learned that policemen are my friends
I learned that justice never ends
I learned that murderers die for their crimes
Even if we make a mistake sometimes

And that's what I learned in school today
That's what I learned in school

What did you learn in school today, dear little boy of mine?
What did you learn in school today, dear little boy of mine?

I learned that our government must be strong
It's always right and never wrong
Our leaders are the finest men
And we elect them again and again

And that's what I learned in school today
That's what I learned in school

What did you learn in school today, dear little boy of mine?
What did you learn in school today, dear little boy of mine?

I learned that war is not so bad
I learned about the great ones we have had
We fought in Germany and in France
And someday I might get my chance

And that's what I learned in school today
That's what I learned in school

500 miles - Bobby Bare



I'm 500 miles away from home
Teardrops fell on momma's note
When I read the things she wrote
She said we miss you son we love you come on home
Well I didn't have to pack
I had it all right on my back
Now I'm 500 miles away from home
Away from home away from home
Cold and tired and all alone
Yes, I'm 500 miles away from home

SPOKEN: I know this is the same road I took the day I left home,
but it sure looks different now. And I guess I look
different too, cause time changes everything. I wonder what
they'll say, when they see their boy looking this bad.


Oh I wonder what they'll say when I get home
Can't remember when I ate
It's just thumb and walk and wait
And I'm still 500 miles away from home
If my luck had been just right
I'd be with them all tonight
But I'm 500 miles away from home
Away from home away from home
Oh I'm still 500 miles away from home

শুনে সাঁঝবেলার সে গান - শুভমিতা


শুনে সাঁঝবেলার সে গান
মন বায় একা উজান
শুনে সাঁঝবেলার সে গান
মন বায় একা উজান
সরে সরে যায় তটভূমি
সরে সরে যায় তটভূমি
হবে স্বপ্নেরই উপাদান
শুনে সাঁঝবেলার সে গান
মন বায় একা উজান
শুনে সাঁঝবেলার সে গান
মন বায় একা উজান

সময়ের স্রোত বয়ে যায়
লক্ষ মন খুঁজে পায়
সময়ের স্রোত বয়ে যায়
লক্ষ মন খুঁজে পায়
সোজা আঁকাবাঁকা জীবনের গতিপথটাই
হাসি কান্না অভিমান
সবই মৃত্যুর অনুদান
হাসি কান্না অভিমান
সবই মৃত্যুর অনুদান
সরে সরে যায় তটভূমি
সরে সরে যায় তটভূমি
হবে স্বপ্নেরই উপাদান
শুনে সাঁঝবেলার সে গান
মন বায় একা উজান
শুনে সাঁঝবেলার সে গান
মন বায় একা উজান

মনমাঝি খেয়া বায়
অকূলের স্রোতে ভেসে যায়
মনমাঝি খেয়া বায়
অকূলের স্রোতে ভেসে যায়
পড়ে থাকে স্মৃতির অতলে সংশয়
রাত শেষে ভোরের আযান
সবই সমাপন কলতান
রাত শেষে ভোরের আযান
সবই সমাপন কলতান
সরে সরে যায় তটভূমি
সরে সরে যায় তটভূমি
হবে স্বপ্নেরই উপাদান
শুনে সাঁঝবেলার সে গান
মন বায় একা উজান
শুনে সাঁঝবেলার সে গান
মন বায় একা উজান

খুন খুন রে খুর - ভূমি



খুন খুন রে খুর
বৈরি প্রমানা
নিখা সর
না খনি দা না

খুন খুন রে খুর
বৈরি প্রমানা
নিখা সর
না খনি দা না

আম নাম জম
খমর কখা জিএ
আম নাম জম
খমর কখা জিএ
খমদরে কয়োলি পয়া না

খুন খুন রে খুর
বৈরি প্রমানা
নিখা সর
না খনি দা না

থাত প্রকট পটু
কৌতি কৌতি কপি
গিরি গর গর পদ ঘা বে

থাত প্রকট পটু
কৌতি কৌতি কপি
গিরি গর গর পদ ঘা বে

বারিধি নিরতরি
করে গুরু তর গিরি
থুরি থুরি অমর কথা


খুন খুন রে খুর
বৈরি প্রমানা
নিখা সর
না খনি দা না

আধো আধো বোল - কাজী নজরুল




আধো আধো বোল
লাজে বাধো বাধো বোল
বলো কানে কানে
যে কথাটি আধো রাতে
মনে লাগায় দোল
বলো কানে কানে
আধো আধো বোল
লাজে বাধো বাধো বোল
বলো কানে কানে
আধো আধো বোল

যে কথার কলি সখি আজো ফুটিল না
শরমে মরম পাতি দুলে আনমনা
যে কথাটি ঢেকে রাখে বুকেরও আঁচল
যে কথাটি ঢেকে রাখে বুকেরও আঁচল
বলো কানে কানে
আধো আধো বোল
লাজে বাধো বাধো বোল
বলো কানে কানে
আধো আধো বোল

যে কথা লুকানো থাকে লাজ নত চোখে
না বলিতে যে কথাটি জানাজানি লোকে
যে কথাটি ধরে রাখে অধরেরও কোল
যে কথাটি ধরে রাখে অধরেরও কোল
বলো কানে কানে
আধো আধো বোল
লাজে বাধো বাধো বোল
বলো কানে কানে
আধো আধো বোল

যে কথা কহিতে চাহ বেশভূষার ছলে
যে কথা প্রকাশ তব দেহে পলে পলে
যে কথাটি বলিতে সই গালে পড়ে টোল
বলো কানে কানে
আধো আধো বোল
লাজে বাধো বাধো বোল
বলো কানে কানে
আধো আধো বোল

অনির্বাণ ৩ - নচিকেতা




তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..
তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..
তবু বাদ সাধে আরেক আশা .. ফুটপাতে যাদের বাসা
তবু বাদ সাধে আরেক আশা .. ফুটপাতে যাদের বাসা
আগে তাদের জন্য একটা ঘর বানাই
তারপরে তোর সিঁথিতে তারার সিঁদুর রাঙিয়ে দিতে করবো ঋণ...
তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..

তোর দু'চোখ দ্যাখে আমায়
আমার দু'চোখ দ্যাখে আকাশ
সে আকাশ কালো করে
মানুষের দীর্ঘশ্বাস
জানি তোর আমি অপরাধী
তুই বাদী তুই বিবাদী
তুই সিদ্ধি - শক্তি অপরিসীম

কিন্তু যারা গঞ্জে-গাঁয়ে
বঞ্চনার উজান বাঁয়ে
কিন্তু যারা গঞ্জে-গাঁয়ে
বঞ্চনার উজান বাঁয়ে
আগে তাদের জন্য যৌথ খামার বানাই
তারপরে তোর সিঁথিতে তারার সিঁদুর রাঙিয়ে দিতে করবো ঋণ...
তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..


ফেলে আসা দিনের স্মৃতি
আমার বুকে বাড়ায় ক্ষত
দু'হাত তুলে আকাশ পানে
শুধুই মহা তারা আর কত(!)
হয়তো ফেরা যায় ঘরে
পিঠ দেখানো রাস্তা ধরে

কিন্তু মুখ দেখাবো কী করে তোকে
আজো মানুষ এ ভূখন্ডে
বাঁচছে বোবা দ্বিধা দ্বন্দ্বে
আজো মানুষ এ ভূখন্ডে
বাঁচছে বোবা দ্বিধা দ্বন্দ্বে
আগে তাদের মুক্তির ভাষা শেখাই
তারপরে তোর সিঁথিতে তারার সিঁদুর রাঙিয়ে দিতে করবো ঋণ...
তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..

কেন যামিনী না যেতে জাগালে না - রবীন্দ্রনাথ


কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না

শরমে জড়িত চরণে কেমনে চলিব পথেরও মাঝে

কেন যামিনী না যেতে জাগালে না

আলোকও পরশে মরমে মরিয়া হেরও গো শেফালী পড়িছে ঝরিয়া
আলোকও পরশে মরমে মরিয়া হেরও গো শেফালী পড়িছে ঝরিয়া
কোনমতে আছে পরাণও ধরিয়া কামিনী শিথিলও সাজি

কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না

নিবিয়া বাঁচিল নিশারও প্রদীপও উষারও বাতাসও লাগি
রজনীরও শশী গগনেরও কোণে লুকায় স্মরণও মাগি
নিবিয়া বাঁচিল নিশারও প্রদীপও উষারও বাতাসও লাগি
রজনীরও শশী গগনেরও কোণে লুকায় স্মরণও মাগি

পাখি ডাকি বলে গেল বিভাবরী
বধু চলে জলে লইয়া গাগরী
পাখি ডাকি বলে গেল বিভাবরী
বধু চলে জলে লইয়া গাগরী

আমি এ আকুল কবরী আবরী কেমনে যাইব কাজে

কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না

ডাক আসে - মৌসুমি ভৌমিক




ডাক আসে
তোমার না লেখা চিঠি
আসেনি আসেনা
আসবেনা জানি তবু আমি বসে থাকি
বেলা বাড়ে
রোদে কাপড় মেলি
জল নামে যদি তুলি
ঘরে তুলে আনি আর
তুলি মেলি ভাজ করি
আ আ

দিন যায়
দিন যায়
দুপুরের অবসরে খবর কাগজে দেখি
এখানে ওখানে কত যুদ্ধ চলেছে
চলে সারবাঁধা ট্যাংক গাড়ি
রিফিউজি লাইন চলে সাদা দেশদূত
আর যুদ্ধবিরোধী ক্ষ্যাপা...
আ আ আ

রাত নামে
রাত নামে
রাতের গভীরে আমি
ঘুমের ভিতরে আমি
ভিতর বাহির করি
জামা তুলি মেলি
আর মানুষ মিছিলে হাঁটি
রাতের অন্ধকারে
কাঁটাতার ঘিরে ঘিরে ধরে

গান এসো
গান এসো গান এসো গান এসো
গান এসো গান এসো
একলা আঁধার ঘরে এসো তুমি প্রেম হয়ে
প্রেম যদি না হও
স্বপ্ন দেখাও তুমি
স্বপ্ন না দিতে পার
দুধ পোড়া ঘ্রাণ হয়ো
রোদে পোড়া জামা আহা
পোড়া দেহ দেশ হয়ো..
আহা..

গুলি লাগে গানের শরীরে..

বরিষ ধরা-মাঝে শান্তির বারি - রবীন্দ্রনাথ


বরিষ ধরা-মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
ঊর্ধ্বমুখে নরনারী

না থাকে অন্ধকার
না থাকে মোহপাপ
না থাকে শোকপরিতাপ
হৃদয় বিমল হোক
প্রাণ সবল হোক
বিঘ্ন দাও অপসারী

কেন এ হিংসাদ্বেষ
কেন এ ছদ্মবেশ,
কেন এ মান-অভিমান
বিতর বিতর প্রেম পাষাণহৃদয়ে,
জয় জয় হোক তোমারি ।।

আমার সকল দুখের প্রদীপ - রবীন্দ্রনাথ


আমার সকল দুখের প্রদীপ
জ্বেলে দিবস
গেলে করব নিবেদন
আমার ব্যথার পূজা হয়নি সমাপন

আমার সকল দুখের প্রদীপ
জ্বেলে দিবস
গেলে করব নিবেদন
আমার ব্যথার পূজা হয়নি সমাপন

যখন বেলাশেষের ছায়ায়
পাখিরা যায় আপন কুলায় মাঝে
সন্ধ্যা পূজার ঘন্টা যখন বাজে
তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন
আমার ব্যাথার পূজা হবে সমাপন

অনেক দিনের অনেক কথা
ব্যাকুলতা বাঁধা বেদন ডোরে
মনের মাঝে উঠেছে আজ ভরে

যখন পূজার হোমানলে
উঠবে জ্বলে একে একে তারা
আকাশ পানে ছুটবে বাঁধন-হারা
অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন
আমার ব্যথার পূজা হবে সমাপন ।।

না চাহিলে যারে পাওয়া যায় - রবীন্দ্রনাথ




না চাহিলে যারে পাওয়া যায়
না চাহিলে যারে পাওয়া যায়
তেয়াগিলে আসে হাতে
দিবসে সে ধন হারায়েছি
আমি পেয়েছি আঁধারও রাতে
না চাহিলে যারে পাওয়া যায়

না দেখিবে তারে
পরশিবে না গো
না দেখিবে তারে
পরশিবে না গো
তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো
জাগো জাগো
তারায় তারায় রবে তারি বাণী
কুসুমে ফুটিবে প্রাতে
না চাহিলে যারে পাওয়া যায়

তারি লাগি যত ফেলেছি অশ্রুজল
বীণা বাদিনীর শতদল দলে
করিছে সে টলোমল
তারি লাগি যত ফেলেছি অশ্রুজল
বীণা বাদিনীর শতদল দলে
করিছে সে টলোমল

মোর গানে গানে
পলকে পলকে ঝলসি উঠিছে
ঝলকে ছলকে শান্ত হাসির
অরুণও আলোকে ভাতিছে নয়ন পাতে

না চাহিলে যারে পাওয়া যায়
না চাহিলে যারে পাওয়া যায়
তেয়াগিলে আসে হাতে
দিবসে সে ধন হারায়েছি
আমি পেয়েছি আঁধারও রাতে
না চাহিলে যারে পাওয়া যায়

কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া - রবীন্দ্রনাথ


কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া
কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া

চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে সখা কত ভালবাসি
ভেবেছিনু কোথা
তুমি স্বর্গেরও দেবতা
কেমনে তোমারে কব প্রণয়েরও কথা

কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সংগোপনে পূজিব একাকী
কেহ জানিবে না
মোর গভীরও প্রণয়
কেহ দেখিবেনা মোর অশ্রুবারিচয়

আপনি আজিকে যবে সুধায়িছ আসি
কেমনে প্রকাশি কব কত ভালবাসি

কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া
কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া

সখি বহে গেল বেলা - রবীন্দ্রনাথ


সখি বহে গেল বেলা
শুধু হাসি খেলা একী আর ভাল লাগে
সখি বহে গেল বেলা
আকুলও পিয়াসও প্রেমেরও তিয়াসও
প্রাণে কেন নাহি জাগে
সখি বহে গেল বেলা

কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদিরও মিলন
কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদিরও মিলন
মধুরও হুতাশে মধুরও দহনও
নিত নব অনুরাগে
সখি বহে গেল বেলা
শুধু হাসি খেলা একী আর ভাল লাগে
সখি বহে গেল বেলা

তরলও কোমলও নয়নেরও জল
নয়নে উঠিবে ভাসি
সখি সে বিষাদও নীরে
নিবে যাবে ধীরে প্রখর চপল হাসি
সখি তরলও কোমলও নয়নেরও জল

উদাসও নিশ্বাসও আকুলি উঠিবে
আশা নিরাশায় পরাণও টুটিবে
উদাসও নিশ্বাসও আকুলি উঠিবে
আশা নিরাশায় পরাণও টুটিবে
মরমেরও আলো কপোলে ফুটিবে সরমও অরুণও রাগে

সখি বহে গেল বেলা
শুধু হাসি খেলা একী আর ভাল লাগে
সখি বহে গেল বেলা

তোমায়, নতুন ক'রে পাব বলে - রবীন্দ্রনাথ


তোমায়, নতুন ক'রে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ,
ও মোর -
ভালবাসার দান
তোমায়, নতুন ক'রে পাব বলে;
দেখা দেবে বলে তুমি
হও যে অদর্শন
ও মোর -
ভালবাসার দান
তোমায়, নতুন ক'রে পাব বলে;

ওগো তুমি আমার নও আড়ালে
তুমি আমার চিরকালের
ক্ষণকালের লীলার স্রোতে
হও যে নিমগন
ও মোর
ভালবাসার দান
তোমায়, নতুন ক'রে পাব বলে

আমি তোমায় যখন
খুঁজে ফিরি
ভয়ে কাঁপে মন
প্রেমে আমার ঢেউ লাগে, তখন;
আমি তোমায় যখন
খুঁজে ফিরি
ভয়ে কাঁপে মন
প্রেমে আমার ঢেউ লাগে, তখন

তোমার শেষ নাহি তাই শূন্য সে যে
শেষ করে দাও আপনাকে যে
শেষ নাহি তাই শূন্য সে যে
শেষ করে দাও আপনাকে যে;
ওই হাসিরে দেয় ধুয়ে মোর
বিরহের রোদন
ও মোর
ভালবাসার দান

তোমায়, নতুন ক'রে পাব বলে
হারাই ক্ষণে ক্ষণ,
ও মোর -
ভালবাসার দান
তোমায়, নতুন ক'রে পাব বলে

এমনও দিনে তারে বলা যায় - রবীন্দ্রনাথ


এমনও দিনে তারে বলা যায়
এমনও ঘন-ঘোর বরিষায়
এমনও দিনে মন খোলা যায়
এমনও মেঘস্বরে বাদল ঝরঝরে
তপনও হীন ঘন তমসায়
এমনও দিনে তারে বলা যায়

সে কথা শুনিবেনা কেহ আর
নিভৃত নির্জন চারিধার
দু'জনে মুখোমুখি গভীর দুখে দুখী
আকাশে জল ঝরে অনিবার
জগতে কেহ যেন নাহি আর

সমাজ সংসার মিছে সব
মিছে এ জীবনের কলরব
কেবলই আঁখি দিয়ে আখিঁরও সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব
আঁধারে মিশে গেছে আর সব

তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার
শ্রাবণ বরিষণে একদা গৃহকোণে
দু'কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার

ব্যকুল বেগে আজি বহে বায়
বিজুলী থেকে থেকে চমকায়
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়

এমনও ঘন-ঘোর বরিষায়
এমনও দিনে তারে বলা যায়

এমনও দিনে তারে বলা যায় - রবীন্দ্রনাথ


এমনও দিনে তারে বলা যায়
এমনও ঘন-ঘোর বরিষায়
এমনও দিনে মন খোলা যায়
এমনও মেঘস্বরে বাদল ঝরঝরে
তপনও হীন ঘন তমসায়
এমনও দিনে তারে বলা যায়

সে কথা শুনিবেনা কেহ আর
নিভৃত নির্জন চারিধার
দু'জনে মুখোমুখি গভীর দুখে দুখী
আকাশে জল ঝরে অনিবার
জগতে কেহ যেন নাহি আর

সমাজ সংসার মিছে সব
মিছে এ জীবনের কলরব
কেবলই আঁখি দিয়ে আখিঁরও সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব
আঁধারে মিশে গেছে আর সব

তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার
শ্রাবণ বরিষণে একদা গৃহকোণে
দু'কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার

ব্যকুল বেগে আজি বহে বায়
বিজুলী থেকে থেকে চমকায়
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়

এমনও ঘন-ঘোর বরিষায়
এমনও দিনে তারে বলা যায়

ভালবেসে সখি নিভৃতে যতনে - রবীন্দ্রনাথ


ভালবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো
তোমার মনেরও মন্দিরে (২)
আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো
তোমার চরণ মঞ্জিরে
ভালবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো
তোমার মনেরও মন্দিরে

ভরিয়া রাখিও সোহাগে আদরে
আমার মুখর পাতি তোমার প্রাসাদ প্রাঙ্গণে
মনে করে সখি বাঁধিয়া রাখিও
আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে
ভালবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো
তোমার মনেরও মন্দিরে

আমারও লতার একটি মুকুল খুলিয়া তুলিয়া রেখো
তোমার অলক বন্ধনে
আমারও স্মরণ শুভসিন্দুরে একটি বিন্দু এঁকো
তোমার ললাট চন্দনে

আমারও মনেরও মোহেরও মাধুরি
মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে
আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও
তোমার অতুল গৌরবে

ভালবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো
তোমার মনেরও মন্দিরে

সেই ফুলের দল - মহিনের ঘোড়াগুলি


রাবেয়া কি রুখসানা ঠিক তো মনে পড়েনা...
অস্থির এ ভাবনা শুধু করে আনাগোনা...
ফেলে আসা দিন তার মিছে মনে হয়...
নামে কি-বা আসে যায়...
সোহাগে আদরে জানি রেখেছিল কেউ এই নাম...
আব্বা না আপা নাকি...
কারো মনে পড়ে তা-কি...
তোমরা তা জান নাকি...
সময় দিয়েছে ফাঁকি...
অভিমানে সে মেয়েটি গেছে হারিয়ে...
বুকে ভরসা নিয়ে...
সীমান্ত পেরিয়ে সে এসেছিল ছেড়ে তার গ্রাম...
জানি সে কোথায়...
এই শহরের কোন বাগানে সে হয়ে আছে ফুল...
প্রতি সন্ধ্যায়...
পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল...

এই মেয়েটির মত আরেকটি মেয়ে সে-ত...
সন্ধ্যাপ্রদীপ দিত যত্নে গান শোনাত
হালকা পায়ে বেড়াত বেণী দুলিয়ে..
কে যে নিল ভুলিয়ে...
খেলার সাথীরা তার খুঁজতে আসেনা আর রোজ...
লক্ষী নামের মেয়ে... আজও তার পথ চেয়ে...
ফেলে আসা তার গাঁয়ে মা কাঁদে মুখ লুকিয়ে...
সন্ধ্যেবেলায় শাঁখ বাজেনাতো আর...
এতে আছে কী বলার...
আজও কেউ জানেনাতো কোথায় সে হয়েছে নিখোঁজ...
জানি সে কোথায়...
এই শহরের কোন বাগানে সে হয়ে আছে ফুল...
প্রতি সন্ধ্যায়...
পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল...

লক্ষী রুখসানারা .. আরও যত ঘরছাড়া...
ত্রস্ত দিশেহারা... তখনই যাদুকরেরা...
নিমেষে বানিয়ে দেয় বাগানের ফুল... ঠিক নির্ভুল...
এভাবে মেয়েরা সব একেএকে ফুল হয়ে যায়...
নতুন বাগানে এসে নিজেকে না ভালবেসে...
ফুলের দলেরা শেষে কথা বলে হেসে হেসে...
পদ্ম, গোলাপ, জুঁই, চম্পা-চামেলী... (উলো)
টগর, শেফালী...
পোড়ারমূখীরা তোরা ফুল হয়ে রয়ে গেলি হায়...

জানি সে কোথায়...
এই শহরের কোন বাগানে সে হয়ে আছে ফুল...
প্রতি সন্ধ্যায়...
পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল...

জানি সে কোথায়...
এই শহরের কোন বাগানে সে হয়ে আছে ফুল...
প্রতি সন্ধ্যায়...
পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল...

জানি সে কোথায়...
এই শহরের কোন বাগানে সে হয়ে আছে ফুল...
প্রতি সন্ধ্যায়...
পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল...

আজও মধুরও বাঁশরী বাজে - কাজী নজরুল


অগ্নিবীণার ঝংকারে ফোঁটা
তুমি আগুনের ফুল
তোমারই গানের ফুল দিয়ে
পূজা করি কবি নজরুল
কবি নজরুল

আজও মধুরও বাঁশরী বাজে, বাজে
মধুর বাঁশরী বাজে
গোধূলী লগনে বুকের মাঝে
গোধূলী লগনে বুকের মাঝে
মধুর বাঁশরী বাজে, বাজে
মধুর বাঁশরী বাজে

আজও মনে হয় সহসা কখনও
জলে ভরা দুটি ডাগর নয়ন
আজও মনে হয় সহসা কখনও
জলে ভরা দুটি ডাগর নয়ন
ক্ষণিকেরও ভুলে সেই চাঁপা ফুলে
ফেলে ছুটে যাওয়া লাজে
আজও মধুরও বাঁশরী বাজে, বাজে
মধুর বাঁশরী বাজে

হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতিরও তীরে
(মন... কাঁদে... মন... কাঁদে... কেন...)
হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতিরও তীরে

তবু মাঝে মাঝে আশা জাগে কেন
আমি ভুলিয়াছি ভোলেনি সে যেন
গোমতীরও তীরে পাতার কুটিরে
আজও সে পথ চাহে সাঁঝে...

আজও মধুরও বাঁশরী বাজে, বাজে
মধুর বাঁশরী
মধুর বাঁশরী
মধুর বাঁশরী বাজে

ফেরারী মন - অন্তহীন


আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনাশোনা মুখ জানাশোনা হাত ছুঁয়ে যায়
ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়
কিছু মিঝুরাত পিছু পিছু টান ডেকে যায়
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সে টেলিফোন
চেনাশোনা মুখ জানাশোনা হাত রেখে যায়
ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান ডেকে যায়
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সে টেলিফোন

ছোট ছোট দিন আলাপে রঙিন নুড়িরই মতন
ছোট ছোট রাত চেনা মৌ তার পলাশের বন (আহা)
অগোছালো ঘর খড়কুটোময় চিলেকোঠা কোণ (আহাহা আহাহা)
ছোট ছোট দিন আলাপে রঙিন নুড়ির মতন
ছোট ছোট রাত চেনা মৌ তার পলাশের বন (আহা)
অগোছালো ঘর খড়কুটোময় চিলেকোঠা কোণ
কথা ছিল হেঁটে যাবো ছায়াপথ
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সে টেলিফোন

কিছু মিঝুরাত পিছু পিছু টান অবিকল
আলো আলো রং জমকালো চান ঝলমল
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সে টেলিফোন

গুড়ো গুড়ো নীল রং-পেন্সিল জোছনার জল
ঝুরোঝুরো কাঁচ আগুন ছোঁয়াচ ঢেকেছে আঁচল (আহা)
ফুটপাতে ভীড় জাহাজের ডাক ফিরে চলে যায় (আহাহা)
গুড়ো গুড়ো নীল রং-পেন্সিল জোছনার জল
ঝুরোঝুরো কাঁচ আগুন ছোঁয়াচ ঢেকেছে আঁচল (আহা)
ফুটপাতে ভীড় জাহাজের ডাক ফিরে চলে যায়
কথা ছিল হেঁটে যাবো ছায়াপথ
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সে টেলিফোন

আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনাশোনা মুখ জানাশোনা হাত ছুঁয়ে যায়
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সে টেলিফোন

সাদা ময়লা - সঞ্জীব দা


সাদা ময়লা রঙ্গিলা পালে আউলা বাতাস খেলে
সাদা ময়লা রঙ্গিলা পালে আউলা বাতাস খেলে
আর কাদায় ভরা মনের মধ্যে জলের সন্তরণ, শুধুই জলের সন্তরণ
সদ্য ফোঁটা কুঁড়ির মধ্যে ভ্রমরে গান তোলে
সদ্য ফোঁটা কুঁড়ির মধ্যে ভ্রমরে গান তোলে
আর কামে ভরা দেহের মধ্যে জলের সন্তরণ, শুধুই জলের সন্তরণ
সাদা ময়লা রঙীলা পালে ....

হাজামজা এক পুকুর তার ভিতরে শিং মাছ
জংলাভরা খেতের ভিতর গরম দেহের আঁচ
নির্বিবাদে নারীর সঙ্গে মিলল যখন নর
পাল উড়াইয়া নৌকা গেল বাতাসে সরসর
কালো জলের নোংরা সবই মিলায় যে নির্ভুল
শাস্ত্রে তবু সব কলমই ঝরায় কালো ফুল
জীবন শাস্ত্রে মন্ত তোলে ভ্রমর গুঞ্জন
জীবন ফুলে থাকে যদি সাদায় ভরে মন
গায়ের ময়লা রঙীলা জামায় পুতিঁগন্ধ গোলাপ
গায়ের ময়লা রঙীলা জামায় পুতিঁগন্ধ গোলাপ
আর আর্বেলিয়ার ময়লা মনে হাতির সন্তরণ শুধুই হাতির সন্তরণ
ধনীর আহার কারো পেটে গন্ধভরা জোলাপ
ধনীর আহার কারো পেটে গন্ধভরা জোলাপ
আর বাসিভাতে পান্তা দিলে মনের সন্তরণ শুধুই মনের সন্তরণ
সাদা ময়লা রঙীলা পালে ....

মাটি সাবান খাঁটি যে তার ভিতরে সোডিয়াম
প্যাকেট ভরা সাবান জুড়ে গন্ধভরা দাম
ট্যাপের জলে যায় না কোন দেহের সন্তাপ
নদীর জলই ধুয়ে দিল দেহের যত পাপ
শাস্ত্রে লেখা সব নদী যে চলে সরল বায়ে
জীবন নদী আঁকা-বাঁকা তার ভিতরে নায়ে
নর-নারীর হাঁড়ি-পাতিলে ধোঁয়ারই সংসার
মিলন কি হয় সাগরে শেষে আরেকবার
সাদা ময়লা রঙীলা পালে আউলা বাতাস খেলে
(আরে) সাদা ময়লা রঙীলা পালে আউলা বাতাস খেলে
আর কাদায় ভরা মনের মধ্যে জলের সন্তরণ শুধুই জলের সন্তরণ
সাদা ময়লা রঙীলা পালে ....

আমি চিরতরে দূরে চলে যাবো - কাজী নজরুল


আমি চিরতরে দূরে চলে যাবো
তবু আমারে দেবোনা ভুলিতে
আমি চিরতরে দূরে চলে যাবো
তবু আমারে দেবোনা ভুলিতে
বাতাস হইয়া জড়াইব কেশ
বাতাস হইয়া জড়াইব কেশ
বেণী যাবে যবে খুলিতে
আমারে দেবোনা ভুলিতে
আমি চিরতরে দূরে চলে যাবো
তবু আমারে দেবোনা ভুলিতে

তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন
তোমার বক্ষে দুলিতে
আমারে দেবোনা ভুলিতে
আমি চিরতরে দূরে যাবো
তবু আমারে দেবোনা ভুলিতে

আসিবে তোমার পরমোৎসব
কত প্রিয়জন কে জানে
মনে পড়ে যাবে কোন সে ভিখারী
পায়নি ভিক্ষা এখানে

তোমার কুঞ্জ পথে যেতে হায়
চমকি থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন মরে মিশে আছে
দেখিবে কে যেন মরে মিশে আছে
তোমার পথের ধুলিতে
আমারে দেবোনা ভুলিতে

আমি চিরতরে দূরে চলে যাবো
তবু আমারে দেবোনা ভুলিতে

নয়ন ভরা জল - কাজী নজরুল


নয়ন ভরা জল গো
তোমার আঁচলভরা ফুল
ফুল নেবো না অশ্রু নেবো
ফুল নেবো না অশ্রু নেবো
ভেবে হই আকুল

ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে
ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর
প্রেমের মুকুল
নয়ন ভরা জল গো
তোমার আঁচলভরা ফুল

মালা যখন গাঁথো তখন
পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদো যখন
আরো ভালো লাগে
পাওয়ার সাধ যে জাগে

পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যাই গো চলে
চঞ্চল বুলবুল

নয়ন ভরা জল গো
তোমার আঁচলভরা ফুল
নয়ন ভরা জল গো
তোমার আঁচলভরা ফুল

কখনও সময় আসে - কবীর সুমন


কখনও সময় আসে....
জীবন মুচকি হাসে...
ঠিক যেন প’ড়ে পাওয়া চোদ্দ আনা
অনেক দিনের পর মিলে যাবে অবসর
আশা রাখি পেয়ে যাব, বাকী দু'আনা...

আশা নিয়ে ঘর করি..
আশায় পকেট ভরি...
পড়ে গেছে কোন ফাঁকে চেনা আধুলি...
হিসেব মেলানো ভার আয় ব্যয় একাকার...
চলে গেলো সারাদিন, এলো গোধুলি...
সন্ধ্যে নিবিড় লুটে,
অনেকটা চেটেপুটে
অন্ধকারের তবু আছে সীমানা..
সীমানা পেরুতে চাই
জীবনের গান গাই...
আশা রাখি পেয়ে যাব,
বাকী দু'আনা...

কখনও সময় আসে....
জীবন মুচকি হাসে...
ঠিক যেন প’ড়ে পাওয়া চোদ্দ আনা
অনেক দিনের পর মিলে যাবে অবসর
আশা রাখি পেয়ে যাব, বাকী দু'আনা...

পারিনি - অঞ্জন দত্ত


পারিনি শেখাতে তোকে সত্যি ভাল কথা কোন
গাইতে একটা সত্যি ভাল গান
পারিনি বোঝাতে তোকে ঈশ্বর আল্লাহ একই ভালবাসার নাম
শুধু পারি খুব সহজে তোকে বুঝিয়ে দিতে আমি
এসব প্রেমের মানে পোখরান

পারিনি ঢোকাতে তোর ছোট্ট মনে মাথায়
বড় হয়ে ওঠার সম্বল
পারিনি শেখাতে তোকে মাঝে মধ্যে দিতে
একটা ছোট্ট গাছের গোড়ায় একটু জল
শুধু পারি খুব সহজে তোকে বুঝিয়ে দিতে আমি
অগার মানে জঞ্জাল

পারিনি আমি পারিনি পারিনি পারিনি পারিনি
পারিনি আমি পারিনি পারিনি পারিনি পারিনি

পারিনি সহজে তোকে বুঝিয়ে দিতে কাদের
দেশ ছিল অ্যামেরিকা
পারিনি সহজ করে জানিয়ে দিতে কেন
ভাঙ্গা হল বার্লিনের দেয়ালটা
শুধু পারি খুব সহজে তোর মনে গেঁথে দিতে
বেশি টাকা মানে ভাল থাকা

পারিনি বোঝাতে কেন ফিকে হয়ে যাচ্ছে
মনের ভেতর গান্ধিজী
পারিনি চেনাতে তোকে সে তোর বন্ধু
নাকি সে তোর বাড়ির ঝি
তাই পারছিনা বোঝাতে কেন গলায় দড়ি দিল
চোদ্দ বছরের টুকটুকি

পারিনি আমি পারিনি পারিনি পারিনি পারিনি
পারিনি আমি পারিনি পারিনি পারিনি পারিনি

তোমার চিঠি - মৌসুমি ভৌমিক


এখন সকাল
এখানে সকাল
মেঘলা সকাল
মাটি ভেজা ভেজা গন্ধ
তোমার আকাশে কত তারা ভাসে
তুমি দেখোনা তো
তোমার জানালা বন্ধ

তোমার চিঠি কালকে পেয়েছি
ক'হাজার মাইল পেরিয়ে এসেছে
তোমার কথার ছন্দ
একা একা রাত কাটানো কবরে
কুয়াশা জড়ানো ভোরের খবরে
পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব
আমার এখানে একই কাদা জল
বর্ষা কালে দুপায়ে মাখানো বাড়িতে বাইরে
সেই অবিকল একই রকম সময় কাটানো
আমার এখানে একই কাদা জল
বর্ষা কালে দুপায়ে মাখানো বাড়িতে বাইরে
সেই অবিকল একই রকম সময় কাটানো
বাবার ছানিটা
বাবার ছানিটা
বেড়াল ছানাটা
মায়ের বোনাটা
সবই বেড়ে গেছে যাচ্ছে
রাত কেটে দিন
দিন কেটে দিন
জল ভেজা দিন
নীলাকাশে দিন আসছে

বলতে ভুলেছি সেই যে গাছটা
আধমরা সেই ফুলের গাছটা
সেই গাছটাতে নতুন কুঁড়িতে নতুন প্রাণের ছন্দ
বাঁচার সেকী আনন্দ

আর কি জানাব তোমাকেই বল
কথায় কথায় বৃষ্টি নামল
আবার ফুলের গন্ধ
তুমি ভাল থেকো
আমি ভাল আছি
ভালবাসা নিও
ভালবাসা নিও
তুমি ভাল থেকো

এক একটা দিন বড়ো একা লাগে - মৌসুমি ভৌমিক


এক একটা দিন বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে
ঘুম চোখ খুলে দেখি ভোর নেই আর
ভাল করে সকালটা পাওয়া হয়না
এক একটা দিন বড়ো একা লাগে
ঘুম চোখ খুলে দেখি ভোর নেই আর
ভাল করে সকালটা পাওয়া হয়না
এক একটা দিন বড়ো একা লাগে

এক একটা দিন বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে
আঙুলের ফাঁকে ধরা খোলা কলম
গান বা তোমাকে চিঠি লেখা হয় না
এক একটা দিন বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে

এক একটা দিন বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে
বিকেলে তোমার সাথে একলা ঘরে
কী কথা বলবো আমি ভেবে পাইনা
এক একটা দিন বড়ো একা লাগে

এক একটা রাত বড়ো একা লাগে
এক একটা রাত বড়ো একা লাগে
পাশ ফিরে শুলে খাট কঁকিয়ে ওঠে
কান পেতে থাকি হাওয়া জেগে ওঠে না
কান পেতে থাকি কেউ জেগে ওঠে না
এক একটা রাত বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে

এক একটা দিন বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে
আঙুলের ফাঁকে ধরা খোলা কলম
গান বা তোমাকে চিঠি লেখা হয় না
এক একটা দিন বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে

শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুরো সুর - অঞ্জন দত্ত


শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুরো সুর
ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর
দেখতে কি চাও তুমি সেই খেলনাওলাটাকে
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে

স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা
সেই অদ্ভুত ফাটাবাঁশ আর মাটির সুর টানা টানা
দু'দিনের সম্পদ দু'টাকার বাজনার বিস্ময়
তারপর কখন হঠাৎ সুখের মানে পাল্টে যায়

তারপর টিফিনের পয়সা দিয়ে সিগ্রেট
কলেজ গেটে সিনেমা বান্ধবীর সাথে কাটলেট
আসে দশটা পাঁচটা সেই এক রুটের বাসটা তারপর
সবার মতোই পরতে হয় যে কাগজের টোপর

এখন মাসের শেষে মাঝে মধ্যে কান্না পায়
মিনিবাসে দাঁড়িয়ে অফিস যাওয়ার সময়
এখন বুঝেছি সেই অদ্ভুত সুরের কী মানে
ফিরে তো যাওয়া যায়না যে আর সেখানে

যেতে হবে যে তোমাকে আমাকে চলে
লুকোনো টেক্কা সংসারের এক্কাদোক্কা ফেলে
প্রথমে যাবে ঘরদোর দোকানপাট তারপর হৃদয়
কিছুই হলোনা বাজানো গেলোনা সময়

ইদানিং সে সুরটা শুনতে যে খুব ইচ্ছে হয়
কিন্তু সে খেলনাওলা আর আসেনা পাড়ায়
হয়তো কোন অন্য অলিগলি ঘুরে
অন্য কোন কাউকে টানছে সে অদ্ভুত সুরে
অন্য কোন কাউকে টানছে সে অদ্ভুত সুরে

শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুরো সুর
ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর
দেখতে কি চাও তুমি সেই খেলনাওলাটাকে
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে
তার খেলনা দোতারা সে বাজাচ্ছে কবে থেকে

এই বুড়ো পুরনো গীটার - অঞ্জন দত্ত


এই বুড়ো পুরনো গীটার
দিয়েছে কত কিছু দিয়েছে
ছোটখাটো সুখ, মান অভিমান
দুঃখের গান দিয়েছে
রোজ রোজ কত কত হাজার হাজার ভয়
মনে যখন ভীড় করেছে
ঘরের কোণে আপন মনে
সেই ভয়গুলো কাটিয়ে দিয়েছে

ছেলেবেলার সেই পাতাঝরা পাহাড়ে
ঘুরেছে একেবেঁকে মন যখন
এই বুড়ো পুরনো গীটার
ছিল সঙ্গী আমার তখন
তাল কেটে গেছে কত কেটেছে আঙ্গুল
কত রাত জেগে জেগে কেটেছে
জীবনে প্রথমবার ভালবাসা হারানোর
যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে
এই বুড়ো পুরনো গীটার

কলের গানের সুরে হারিয়ে গিয়ে
খুঁজে পাওয়া নিজেকে আবার
পৃথিবীর কত কথা কাছে এনে দিয়েছে
আমার পুরনো গীটার

জন লেলনের সোচ্চার ভালবাসা
ববি/বব ডিলানের অভিমান
হুট করে ভাললেগে ভালবেসে কাউকে
তাড়াহুড়ো করে লেখা গান (২)

ফেলে আসা কত মুখ
কত নাম ঠিকানা
বারবার ফিরিয়ে দিয়েছে
নানা কথা নানা সুরে গান নিয়ে ঘুরে ঘুরে
সুমনের কাছে এনে দিয়েছে
এই বুড়ো পুরনো গীটার

ইদানিং হঠাৎ করে অনেক
ভালবাসার মাঝে এনে ফেলেছে আমায়
নিজের মতো করে কিছু কথা বলবার
সুযোগ করে দিয়েছে আমায় (২)

ভাবিনি তো কোনদিন
আমার এই বন্ধুটা
হয়ে যাবে বন্ধু সবার
ভাবিনি তো কোনদিন শুনবে সবাই
আমার পুরনো গীটার

এই বুড়ো পুরনো গীটার
দিয়েছে তোমাকে দিয়েছে
এলোমেলো কতসব অন্যলোকের গানে
তোমাকে কাছে টেনে নিয়েছে
তোমাকে নিয়ে কোন গান লেখা হয়নি
চেষ্টা করেছি বহুবার
রয়ে গেছে সব কথা অলিখিত তার কাছে
আমার পুরনো গীটার
সে যে আমার পুরনো গীটার

একদিন বৃষ্টিতে বিকেলে - অঞ্জন দত্ত


একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি জামা মাথা
থাকবেনা রাস্তায় গাড়ি ঘোড়া
দোকান পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ

একদিন বৃষ্টিতে বিকেলে
মনে পড়ে যাবে সব কথা
কথা দিয়ে কথাটা না রাখার
ফেলে আসা চেনা চেনা ব্যথা
অদূরে কোথাও কোন রেডিওতে
এই পথ যদি না শেষ হয়
আর বৃষ্টির রং হয়ে যাবে নীল
আর আকাশের রংটা ছাই

একদিন
বৃষ্টিতে একদিন
বৃষ্টিতে বিকেলে


ভাঙ্গা দেয়ালের গায়ে সাত পাকে বাঁধা
কবেকার নুন শোতে কোথাও
আর বৃষ্টির ছাঁটে যাবে না দেখা
দু'জনের চোখের জল
ঝম ঝম
ঝম ঝম
চোখের জল

যাও ছেড়ে চলে ভাবনা আমার - মহিনের ঘোড়াগুলি


যাও ছেড়ে চলে ভাবনা আমার
চাইনা কাছে পেতে তোমাকে আর
কেন আসো ফিরে বারে বারে রাত গভীরে
না পারি যেতে স্বপ্নে ভেসে চলে দূরে
হল যে রাত অনেক কেন আছি তবু জেগে ...
কাটে কত রাত এভাবে
না যে পারি সামলাতে নির্ঘুম রাতকে
যায় দিন রাত্রি হয়ে যায় যে কত কী তা জানিনা
নেই সময় তোমার,নেই সময় আমার এত ভাবনার
যাব যে কোন পথে কে আজ আমায় বলে দেবে...

যাও ছেড়ে চলে ভাবনা আমার
চাইনা কাছে পেতে তোমাকে আর
কেন আসো ফিরে বারে বারে রাত গভীরে
না পারি যেতে স্বপ্নে ভেসে চলে দূরে
হল যে রাত অনেক কেন আছি তবু জেগে ...