বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

আজও মধুরও বাঁশরী বাজে - কাজী নজরুল


অগ্নিবীণার ঝংকারে ফোঁটা
তুমি আগুনের ফুল
তোমারই গানের ফুল দিয়ে
পূজা করি কবি নজরুল
কবি নজরুল

আজও মধুরও বাঁশরী বাজে, বাজে
মধুর বাঁশরী বাজে
গোধূলী লগনে বুকের মাঝে
গোধূলী লগনে বুকের মাঝে
মধুর বাঁশরী বাজে, বাজে
মধুর বাঁশরী বাজে

আজও মনে হয় সহসা কখনও
জলে ভরা দুটি ডাগর নয়ন
আজও মনে হয় সহসা কখনও
জলে ভরা দুটি ডাগর নয়ন
ক্ষণিকেরও ভুলে সেই চাঁপা ফুলে
ফেলে ছুটে যাওয়া লাজে
আজও মধুরও বাঁশরী বাজে, বাজে
মধুর বাঁশরী বাজে

হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতিরও তীরে
(মন... কাঁদে... মন... কাঁদে... কেন...)
হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতিরও তীরে

তবু মাঝে মাঝে আশা জাগে কেন
আমি ভুলিয়াছি ভোলেনি সে যেন
গোমতীরও তীরে পাতার কুটিরে
আজও সে পথ চাহে সাঁঝে...

আজও মধুরও বাঁশরী বাজে, বাজে
মধুর বাঁশরী
মধুর বাঁশরী
মধুর বাঁশরী বাজে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন