বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

এক একটা দিন বড়ো একা লাগে - মৌসুমি ভৌমিক


এক একটা দিন বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে
ঘুম চোখ খুলে দেখি ভোর নেই আর
ভাল করে সকালটা পাওয়া হয়না
এক একটা দিন বড়ো একা লাগে
ঘুম চোখ খুলে দেখি ভোর নেই আর
ভাল করে সকালটা পাওয়া হয়না
এক একটা দিন বড়ো একা লাগে

এক একটা দিন বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে
আঙুলের ফাঁকে ধরা খোলা কলম
গান বা তোমাকে চিঠি লেখা হয় না
এক একটা দিন বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে

এক একটা দিন বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে
বিকেলে তোমার সাথে একলা ঘরে
কী কথা বলবো আমি ভেবে পাইনা
এক একটা দিন বড়ো একা লাগে

এক একটা রাত বড়ো একা লাগে
এক একটা রাত বড়ো একা লাগে
পাশ ফিরে শুলে খাট কঁকিয়ে ওঠে
কান পেতে থাকি হাওয়া জেগে ওঠে না
কান পেতে থাকি কেউ জেগে ওঠে না
এক একটা রাত বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে

এক একটা দিন বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে
আঙুলের ফাঁকে ধরা খোলা কলম
গান বা তোমাকে চিঠি লেখা হয় না
এক একটা দিন বড়ো একা লাগে
এক একটা দিন বড়ো একা লাগে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন