বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

সখি বহে গেল বেলা - রবীন্দ্রনাথ


সখি বহে গেল বেলা
শুধু হাসি খেলা একী আর ভাল লাগে
সখি বহে গেল বেলা
আকুলও পিয়াসও প্রেমেরও তিয়াসও
প্রাণে কেন নাহি জাগে
সখি বহে গেল বেলা

কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদিরও মিলন
কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদিরও মিলন
মধুরও হুতাশে মধুরও দহনও
নিত নব অনুরাগে
সখি বহে গেল বেলা
শুধু হাসি খেলা একী আর ভাল লাগে
সখি বহে গেল বেলা

তরলও কোমলও নয়নেরও জল
নয়নে উঠিবে ভাসি
সখি সে বিষাদও নীরে
নিবে যাবে ধীরে প্রখর চপল হাসি
সখি তরলও কোমলও নয়নেরও জল

উদাসও নিশ্বাসও আকুলি উঠিবে
আশা নিরাশায় পরাণও টুটিবে
উদাসও নিশ্বাসও আকুলি উঠিবে
আশা নিরাশায় পরাণও টুটিবে
মরমেরও আলো কপোলে ফুটিবে সরমও অরুণও রাগে

সখি বহে গেল বেলা
শুধু হাসি খেলা একী আর ভাল লাগে
সখি বহে গেল বেলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন