বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

কখনও সময় আসে - কবীর সুমন


কখনও সময় আসে....
জীবন মুচকি হাসে...
ঠিক যেন প’ড়ে পাওয়া চোদ্দ আনা
অনেক দিনের পর মিলে যাবে অবসর
আশা রাখি পেয়ে যাব, বাকী দু'আনা...

আশা নিয়ে ঘর করি..
আশায় পকেট ভরি...
পড়ে গেছে কোন ফাঁকে চেনা আধুলি...
হিসেব মেলানো ভার আয় ব্যয় একাকার...
চলে গেলো সারাদিন, এলো গোধুলি...
সন্ধ্যে নিবিড় লুটে,
অনেকটা চেটেপুটে
অন্ধকারের তবু আছে সীমানা..
সীমানা পেরুতে চাই
জীবনের গান গাই...
আশা রাখি পেয়ে যাব,
বাকী দু'আনা...

কখনও সময় আসে....
জীবন মুচকি হাসে...
ঠিক যেন প’ড়ে পাওয়া চোদ্দ আনা
অনেক দিনের পর মিলে যাবে অবসর
আশা রাখি পেয়ে যাব, বাকী দু'আনা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন