বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

অনির্বাণ ৩ - নচিকেতা




তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..
তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..
তবু বাদ সাধে আরেক আশা .. ফুটপাতে যাদের বাসা
তবু বাদ সাধে আরেক আশা .. ফুটপাতে যাদের বাসা
আগে তাদের জন্য একটা ঘর বানাই
তারপরে তোর সিঁথিতে তারার সিঁদুর রাঙিয়ে দিতে করবো ঋণ...
তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..

তোর দু'চোখ দ্যাখে আমায়
আমার দু'চোখ দ্যাখে আকাশ
সে আকাশ কালো করে
মানুষের দীর্ঘশ্বাস
জানি তোর আমি অপরাধী
তুই বাদী তুই বিবাদী
তুই সিদ্ধি - শক্তি অপরিসীম

কিন্তু যারা গঞ্জে-গাঁয়ে
বঞ্চনার উজান বাঁয়ে
কিন্তু যারা গঞ্জে-গাঁয়ে
বঞ্চনার উজান বাঁয়ে
আগে তাদের জন্য যৌথ খামার বানাই
তারপরে তোর সিঁথিতে তারার সিঁদুর রাঙিয়ে দিতে করবো ঋণ...
তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..


ফেলে আসা দিনের স্মৃতি
আমার বুকে বাড়ায় ক্ষত
দু'হাত তুলে আকাশ পানে
শুধুই মহা তারা আর কত(!)
হয়তো ফেরা যায় ঘরে
পিঠ দেখানো রাস্তা ধরে

কিন্তু মুখ দেখাবো কী করে তোকে
আজো মানুষ এ ভূখন্ডে
বাঁচছে বোবা দ্বিধা দ্বন্দ্বে
আজো মানুষ এ ভূখন্ডে
বাঁচছে বোবা দ্বিধা দ্বন্দ্বে
আগে তাদের মুক্তির ভাষা শেখাই
তারপরে তোর সিঁথিতে তারার সিঁদুর রাঙিয়ে দিতে করবো ঋণ...
তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন