বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

তোমার চিঠি - মৌসুমি ভৌমিক


এখন সকাল
এখানে সকাল
মেঘলা সকাল
মাটি ভেজা ভেজা গন্ধ
তোমার আকাশে কত তারা ভাসে
তুমি দেখোনা তো
তোমার জানালা বন্ধ

তোমার চিঠি কালকে পেয়েছি
ক'হাজার মাইল পেরিয়ে এসেছে
তোমার কথার ছন্দ
একা একা রাত কাটানো কবরে
কুয়াশা জড়ানো ভোরের খবরে
পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব
আমার এখানে একই কাদা জল
বর্ষা কালে দুপায়ে মাখানো বাড়িতে বাইরে
সেই অবিকল একই রকম সময় কাটানো
আমার এখানে একই কাদা জল
বর্ষা কালে দুপায়ে মাখানো বাড়িতে বাইরে
সেই অবিকল একই রকম সময় কাটানো
বাবার ছানিটা
বাবার ছানিটা
বেড়াল ছানাটা
মায়ের বোনাটা
সবই বেড়ে গেছে যাচ্ছে
রাত কেটে দিন
দিন কেটে দিন
জল ভেজা দিন
নীলাকাশে দিন আসছে

বলতে ভুলেছি সেই যে গাছটা
আধমরা সেই ফুলের গাছটা
সেই গাছটাতে নতুন কুঁড়িতে নতুন প্রাণের ছন্দ
বাঁচার সেকী আনন্দ

আর কি জানাব তোমাকেই বল
কথায় কথায় বৃষ্টি নামল
আবার ফুলের গন্ধ
তুমি ভাল থেকো
আমি ভাল আছি
ভালবাসা নিও
ভালবাসা নিও
তুমি ভাল থেকো

1 টি মন্তব্য: