বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে - কাজী নজরুল




বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল
আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল
বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল

আজও হায় নিত্য শাখায় উত্তুরী বায় ঝরছে নিশিদিন
আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোল
বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল

কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে
কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে
শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপোল
বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে -

ফাগুনে মুকুল জাগা দুকূল ভাঙা আসবে ফুলের দল
ফাগুনে মুকুল জাগা দুকূল ভাঙা আসবে ফুলের দল
পরীদের ওষ্ঠপুটে উঠবে হাসি উঠবে ফুটবে গার্দুল
বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে -

কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কূল পেলি না আর
ফুল তোর বুক ভরেছিস আজকে জলে ভররে আঁখির কোল
ফুল তোর বুক ভরেছিস আজকে জলে ভররে আঁখির কোল
বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন