বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

কেন যামিনী না যেতে জাগালে না - রবীন্দ্রনাথ


কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না

শরমে জড়িত চরণে কেমনে চলিব পথেরও মাঝে

কেন যামিনী না যেতে জাগালে না

আলোকও পরশে মরমে মরিয়া হেরও গো শেফালী পড়িছে ঝরিয়া
আলোকও পরশে মরমে মরিয়া হেরও গো শেফালী পড়িছে ঝরিয়া
কোনমতে আছে পরাণও ধরিয়া কামিনী শিথিলও সাজি

কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না

নিবিয়া বাঁচিল নিশারও প্রদীপও উষারও বাতাসও লাগি
রজনীরও শশী গগনেরও কোণে লুকায় স্মরণও মাগি
নিবিয়া বাঁচিল নিশারও প্রদীপও উষারও বাতাসও লাগি
রজনীরও শশী গগনেরও কোণে লুকায় স্মরণও মাগি

পাখি ডাকি বলে গেল বিভাবরী
বধু চলে জলে লইয়া গাগরী
পাখি ডাকি বলে গেল বিভাবরী
বধু চলে জলে লইয়া গাগরী

আমি এ আকুল কবরী আবরী কেমনে যাইব কাজে

কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন